ভোলায় তিন খাবার হোটেলকে জরিমানা

১৯ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় ভোলার বাংলাবাজার উপশহর এলাকায় তিনটি খাবারের হোটেলকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অভিযান পরিচালনা করে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদফতরটির সহকারি পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে ও চাঁদতারা হোটেল এন্ড রেস্টুরেন্টকে  আলাদাভাবে ৩ হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সব খাবার হোটেল মালিককে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, সরবরাহ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কামরুজ্জমান শাহীন/ এমকে


মন্তব্য
জেলার খবর