বাংলাদেশে আর কোনও রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- যে পরিমাণ রোহিঙ্গা দেশে রয়েছে, তাদের নিয়েই নানাবিধ জটিলতায় রয়েছি। সোমবার (১৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। রাজধানী ঢাকার বসুন্ধরা কনভেনশন হলের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন।
মিয়ানমার পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য নানা ধরনের যুদ্ধে জড়িত হয়েছে। যেটুকু শুনেছি, আরাকান আর্মির সঙ্গে তাদের (মিয়ানমার) বিরোধ। সেই বিরোধের জের ধরেই তারা গোলাগুলি করছে। এর মধ্যে দুই একটি দেশের সীমান্তের ভেতরে অথবা সীমান্তের কাছাকাছি এসে পড়ছে। এতে একজন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী কামাল।
দেশের অভ্যন্তরে মিয়ানমার থেকে আসা গোলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মিয়ানমারের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অ্যাম্বাসেডরকে তলব করে তার কাছেও বিষয়টি জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবাদেও কাজ না হলে জাতিসংঘ রয়েছে। সেখানে অসুবিধার কথা উত্থাপন করা হবে, এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এমকে