মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২৫) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির বলেন, ওই ব্যক্তির মাথায় চুল অনেকটাই নেই। পলিথিন মোড়ানো হাতে একটি কালো ব্রেসলেট আছে। তাতে ঘরশ লেখা, গায়ে হলুদ গেঞ্জি পরিহিত। গেঞ্জিতে লেখা আছে “চাঁদপুর সোলার এন্ড ইলেকট্রিক” এবং পরনে চেক লুঙ্গি রয়েছে। তিনি জানান, ৪-৫ দিন আগে হত্যা করা হতে পারে। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কামরুজ্জমান শাহীন/এমকে