দলের নেতাকর্মীদের সংঘর্ষে না জড়ানোর কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি) নির্দেশের বাইরে কেউ হামলায় জড়ালে ছাড় দেওয়া হবে না। কারণ এ সব করলে সরকারের ওপর দায় এসে পড়বে। কোনো খারাপ কাজ নেত্রী সহ্য করেন না।
সোমবার (১৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগর এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথ সভায় এ সব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, একটি চিহ্নিত মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। এ জন্য তারা দেশ-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানে না—শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো পিছু হটতে জানেন না, ভয় পান না। তিনি হেরে গেলে বাংলাদেশ, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা হেরে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এমকে