মৃত্যু ৫, শনাক্ত ৬১৪

২০ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৬১৪  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৩ জন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ৬০১ জন, মারা যায় ১ করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩। ৪ হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৫টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৪৫ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ১৮৫টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর