বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি হতে পারে প্রায় সব বিভাগে

২০ সেপ্টেম্বর ২০২২

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এদিকে দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এতে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলার কারণ এটা।

ওদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকাতে পারে। দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে  পটুয়াখালীতে, ১৫ মিলিমিটার।

এমকে


মন্তব্য
জেলার খবর