এডিবির ভূয়সী প্রশংসা করলেন অর্থমন্ত্রী

২০ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং বিশেষত করোনার ক্ষতিকর প্রভাব উত্তরণে দ্রুততার সঙ্গে সহায়তার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভূয়সী প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংর সৌজন্য সাক্ষাৎকালে এমন প্রশংসা করেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)  রাজধানী ঢাকায় সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে  সৌজন্য সাক্ষাৎ করতে যান মি. গিন্টিং।

সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের নেওয়া কার্যক্রমের প্রশংসা করেন। আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এডিবি বোর্ডের ৫৫তম বার্ষিক সভায় অংশগ্রহণে সম্মতি দেওয়ায় অর্থমন্ত্রীকে অগ্রীম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ২০২৩ সালে বাংলাদেশ ও এডিবির সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা হয় তাদের মধ্যে।  গিন্টিং বলেন, বাংলাদেশের সঙ্গে এডিবির সম্পর্ক দৃঢ়। এডিবি বাংলাদেশের পাশে থাকবে। এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা হবে। জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে এডিবি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর