রাশিয়ার তেল দেশে পরিশোধন সম্ভব না

২১ সেপ্টেম্বর ২০২২

রিফাইনারিটি জটিলতার কারণে রাশিয়ার তেল দেশে পরিশোধন করা সম্ভব নয়। ২০ দিন পরীক্ষা নিরীক্ষার পর এ কথা জানিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব ইস্টার্ন রিফাইনারি লিমিটেড- ইআরএল। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ২০ পৃষ্ঠার একটি প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে জমাও দিয়েছে সংস্থাটি। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

দেশে পরিশোধন করতে না পারার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের রিফাইনারিটি ৫০ বছরের পুরনো। এতে কেবল হালকা অপরিশোধিত তেলই পরিশোধন করা সম্ভব। কিন্তু রাশিয়ার তেল অপেক্ষাকৃত ভারি। রাশিয়া থেকে নমুনা হিসেবে পাওয়া  ৫০ লিটার তেল পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানতে পারে ইআরএল।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসি এ নমুনা তেল পাঠায় বাংলাদেশে।  প্রতিষ্ঠানটির বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেক্ট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধির মাধ্যমে এ তেল পাঠানো হয়।

প্রসঙ্গত,সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তেলের দাম হঠাৎ এতো বাড়ানো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি তেল আমদানির ওপর জোর দিয়েছে সরকার। রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে তেল আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে বাড়ানোর পরে ইতোমধ্যেই একদফায় দাম কমানো হয়েছে তেলের।

এমকে


মন্তব্য
জেলার খবর