গল্পটা পাওয়াফুল হতে হবে : নোভা

২৭ মার্চ ২০২২

ছোট পর্দার জনপ্রিয় নায়িকা নোভা। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শক প্রিয়তা অর্জন করেছেন। এবার সিনেমাতেও অভিনয় করলেন তিনি। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে পেয়েছেন মনোনয়ন। নোভা ফিরোজ বলেন, এটা অপ্রত্যাশিত ছিল। আমি ভীষণ খুশি।

 

নতুন সিনেমায় কাজ করা নিয়ে নোভা বলেন, ব্যাটে-বলে মিললেই নতুন সিনেমায় যুক্ত হওয়া হবে। কারণ এখন তো একটা দায়বদ্ধতা তৈরি হয়ে গেছে। গড়পড়তা কাজ হাতে নিতে পারছি না। অপেক্ষা করছি একটা পাওয়ারফুল চরিত্র ও গল্পের জন্য।

 

অভিনেত্রী আরো বলেন, একটা ওয়েব সিরিজে কাজ করেছি। আপাতত নামটা বলতে পারছি না। কারণ যে প্লাটফর্মের জন্য কাজটা করেছি, ওনাদের অফিসিয়াল ঘোষণার আগে বিস্তারিত বলা নিষেধ আছে। একটুকুই বলবো চমকে যাওয়ার মতো একটা কাজ হয়েছে।

বড় পর্দায় প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। যার ফলে আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমার উপলব্ধি যেটা হয়েছে, দর্শকের মনে বেঁচে থাকার জন্য একটি ভালো কাজই যথেষ্ট। আমরা তো খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি। আপনি পাশের দেশে যদি দেখেন যারা ওটিটিতে কাজ করছেন, তারাই আবার বড় পর্দায় কাজ করছেন। এখন আসলে মাধ্যমটা ব্যাপার না। এখন কন্টেন্টই হচ্ছে রাজা। আর আর্টিস্ট রাজার সৈন্য। গল্পটা পাওয়াফুল হতে হবে। যেখানে আর্টিস্ট অভিনয় করার জায়গা পাবেন এবং দর্শক নতুনত্ব কিছু দেখতে পাবেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর