রনির অবস্থার উন্নতি

২১ সেপ্টেম্বর ২০২২

কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, রক্ত পরীক্ষায় যেসব সমস্যা পাওয়া গেছে, সেগুলো এখন উন্নতির দিকে। আশা করা হচ্ছে দ্রুতই তার আরও উন্নতি ঘটবে।

 

মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

 

ডা. সামন্ত লাল সেন বলেন, “আমরা মঙ্গলবার তার ড্রেসিং করিয়েছি। আগের চেয়ে এখন ভালো আছে। এক সপ্তাহ পর আবার ড্রেসিং করা হবে।”

 

দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, “দগ্ধ রোগীদের ক্ষেত্রে আমি বলি যতদিন হেঁটে বাসায় না যাবে ততদিন বলা যাবে না যে- ভয় নেই। কারণ পোড়া রোগীদের শরীরে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়।”

 

রনির হাতে একটু বেশি ক্ষত রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, “গত কয়েকদিনে শরীরের যেমন উন্নতি হচ্ছে এভাবে উন্নতি ঘটলে আশা করা যায় আগামী ৪ সপ্তাহ লাগবে ভালো হতে।”


মন্তব্য
জেলার খবর