মন্তব্য
সুহানা খান। বাবা বলিউড সুপার স্টার শাহরুখ খান। বর্তমানে বাবার পরিচয়েই সবচেয়ে পরিচিত তিনি। তবে কিছু কাজ করে সংবাদপত্রর শিরোনাম এসেছেন। এবার হিন্দি সিনেমায় নাম লেখাতে চলেছেন। ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।
শুটিংয়ে যোগ দিয়েছেন এ স্টার কিড। জয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’-এর শুটিং শুরু করেছেন সুহানা। সিনেমাটি টিনএজারদের গল্প অবলম্বনে। সম্প্রতি সিনেমার সেট থেকে ফাঁস হয় তার ছবি। ছবিতে সুহানাকে দেখা যাচ্ছে, একরাশ কালো চুল ও ক্যাজুয়াল পোশাকে।