মন্তব্য
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বেশ কিছুদিন ধরেই আড়ালে রয়েছেন। অংশ নিচ্ছেন না কোনও অনুষ্ঠানে। এমনকি সবার সঙ্গে তেমন যোগাযোগও করছেন না।
শারীরিক অসুস্থতার কারণেই অন্যদের থেকে আড়াল রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শে কোলাহল থেকে দূরে রয়েছেন তিনি। কিন্তু তাতেও আশানুরূপ ফল হচ্ছে না। তাই চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন অভিনেত্রী। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এমন তথ্যই জানানো হয়েছে।
অভিনেত্রীর অবস্থা যে সুবিধাজনক নয়, সাম্প্রতিক একটি ঘটনা থেকেও তা আঁচ করা গেছে। নতুন সিনেমা ‘কুশি’র শুটিং শিডিউল দিয়ে রেখেছিলেন সামান্থা। যেখানে তার বিপরীতে আছেন বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু সেই চূড়ান্ত শিডিউল বাতিল করেছেন অভিনেত্রী।