রাজনৈতিক ঐক্য প্রয়োজন: সুজন’র সম্পাদক

২১ সেপ্টেম্বর ২০২২

আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে না উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন- চারদিকে অবনতির ধ্বংসস্তূপ দেখা যাছে। অবনতির কারণে মহাসংকটে সবাই। সমস্যা সমাধানে রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে  এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। গণতন্ত্র মঞ্চ এ সভার আয়োজন করে। সুজন সম্পাদক বলেন, অনির্বাচিত হলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রতি মানুষের আত্মবিশ্বাস আছে। নির্বাচনই ক্ষমতা বদলের মাধ্যম। তিনি বলেন, সমস্যা সমাধানে শুধু একটি সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়। নির্বাচিত হওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত দল কী করে সেটা দেখার বিষয়।  এ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার আরো জানান, একদিকে রাজনৈতিক সংস্কৃতি আর মনমানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যদিকে নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের সংস্কার করতে হবে। স্বাধীন বিচার বিভাগ, সাম্প্রদায়িকতার অবসান, তরুণদের জন্য বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, পার্বত্য শান্তি চুক্তির সঠিক বাস্তবায়নসহ অন্যান্য সংস্কারও প্রয়োজন বলে মন্তব্য করেন সুজন সম্পাদক।

এমকে


মন্তব্য
জেলার খবর