টিএসপি ও ইউরিয়া মিলে প্রায় এক লাখ মেট্রিক টন সার কিনবে সরকার। কাতার ও মরক্কো থেকে এ সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৩৭ কোটি টাকার ২২ লাখ টাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আলাদা প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় সচিবালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক এক ভার্চুয়াল ব্রিফিং-এ বিষয়টি জানান।
অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মাধ্যমে মরক্কোর ওসিপি এসএ থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২২১ কোটি ৫৩ লাখ টাকা। আর রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৪র্থ ও ৫ম লটে ইউরিয়া সার আমদানি করা হবে। ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২০৬ কোটি ৫৯ লাখ টাকা। ৫ম লটে বাকি ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২০৯ কোটি ১০ লাখ টাকা।
এমকে