ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে শনিবার রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনায়াসে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আসরের শুরুটা হবে একদিন পিছিয়ে রোববার। কারণ, আজ আইপিএল মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এ বছর আইপিএলের পরিচিত ও পুরোনো মুখ সাকিব আল হাসান নেই। তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে। ফলে কোটি টাকার এ আসরে এবার বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজই আছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।
এবার দিল্লি মুস্তাফিজের ভিত্তি মূল্য দিচ্ছে ২ কোটি রুপি। রবিবার ব্রাব্রোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।