কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জেলার শহরের সঙ্গে যোগাযোগের সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে গবাদিপশুর অবাধ বিচরণ বাড়ছে ইদানিং। এতে এসব সড়কে চলাচলারত যানবাহন চালক ও যাত্রীদের বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে। মাঝে-মধ্যে দুর্ঘটনাও ঘটছে। গবাদিপশুর মালিকদের অসচেতনার কারণে এমনটা ঘটছে। সম্প্রতি উপজেলা প্রশাসন, থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অভিযান চালানো হয়েছে এবং মালিকদের সতর্কও করেছে। তবু পরিবর্তন হয়নি অবস্থার।
সরেজমিনে দেখা যায়, সড়কে থাকা মহিষ, গরু ছাগল ভেড়াসহ গবাদিপশু ও হাঁস মুরগির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। দক্ষিণ ও উত্তর বেদকাশি, কয়রা সদর, বাগালি, মহেশ্বরীপুর, মহারাজপুর ও আমাদী ইউনিয়নের সড়কগুলোতে এ অবস্থা দেখা যায়। পথচারী ও যানবাহন চালকরা বলছেন, গবাদিপশুর খাদ্য খরচ বাঁচাতে মালিকেরা দিনে সেগুলো ছেড়ে দেয়। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি সড়কের পাশে সরকারি ও বেসরকারিভাবে রোপণ করা গাছের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কালিকাপুর চৌকুনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, 'বিদ্যালয়ে যাওয়ার পথে গরু দেখলে ভয় পাই। কিছুদিন আগে স্কুলের এক শিক্ষার্থীকে একটি গরু গুঁতো দিয়ে ফেলে দেয়। এরপর থেকে সে রাস্তায় গরু দেখলেই ভয়ে স্কুলে যায় না।'
কয়রা উপজেলার সিনিয়র আইনজীবী এড. আনিছুর রহমান এবং এড. আব্দুর রাজ্জাক বলেন, 'গবাদিপশুর অবাধ বিচরণ শহরকে সবুজে রূপান্তরের উদ্যোগকে বাঁধাগ্রস্ত করছে। উপজেলার সড়ক বিভাগের লাগানো গাছের চারা খেয়ে ফেলছে এসব পশু।'
মো: ইকবাল হোসেন/এমকে