জুয়া খেলা সময় পুলিশ সদস্য ও খাদ্য কর্মকর্তাসহ আটক-৫

১৫ জানুয়ারী ২০২২

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলার সময় পুলিশ সদস্য, খাদ্য গুদামের কর্মকর্তা, সাবেক সেনা সদস্যসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল, নগদ ১৫ হাজার ৩৮০ টাকা ও তাস জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে নৈকাঠি এলাকার বাসিন্দা আবুল কালাম মোল্লার বাড়িতে এ জুয়া খেলা চলছিল। বাড়ির মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।

আটকরা হচ্ছে- উপজেলার পিংড়ী বামনখান এলাকার মৃত জগবন্ধু হালদারের ছেলে ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলক চন্দ্র হালদার (৪৯), উপজেলার বাগড়ি এলাকার শামসুল সিকদারের ছেলে ও বেতাগী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সিকদার (৩৫), রোলা এলাকার আব্দুর রশিদ খানের ছেলে মো. হালিম খান ওরফে ডাকাত ছালাম (৫৫), সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম বাবুল মৃধা (৫৯), সাতুরিয়া এলাকার আব্দুল সোবাহান হাওলদালারের ছেলে মো. পলাশ হাওলাদার (২৫)।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্ররায় বলেন, আটকদের বিরুদ্ধে রাতেই জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে থানায়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর