মৃত্যু ১, শনাক্ত ৬৭৮

২২ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছে, শনাক্ত হয়েছে ৬৭৮  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার শনাক্ত হয়েছিল ৬৪১ জন, কোনো করোনা রোগীর মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩। ৪ হাজার ৮১২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৯৮টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৪৬ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৩৩৪টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর