পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ পদে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মামুন বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। সরকারি চাকরির বয়স পূর্ণ হওয়ায় ড. বেনজীর ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন।
এদিকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেনকে। তার নিয়োগের বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসঙ্গত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাব এবং এ বাহিনীর সাবেক ও বর্তমান মিলে সাত জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। এ তালিকায় ড. বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম রয়েছে।
এমকে