গভীর ঘুমে বাড়ির লোকজন, দরজা ভেঙে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট!

২২ সেপ্টেম্বর ২০২২

কয়রা (খুলনা)প্রতিনিধি:

খুলনার  কয়রায় গভীর রাতে ঘরের দরজা ভেঙে এক শিক্ষকের বাড়িতে টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় বাড়ির লোকজন গভীর ঘুমে ছিলেন বলে জানিয়েছেন গৃহকর্তা ওই শিক্ষক। ভুক্তভোগীদের ধারণা, রাতের খাবারে তাদের অজ্ঞাতসারে চেতনানাশক কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল বলেই তারা গভীর ঘুমে ছিলেন ঘটনার সময়। বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বাগালি ইউনিয়নের বগা গ্রামের দুর্গা মন্দির সংলগ্ন শিক্ষক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। মনোরঞ্জন মন্ডল কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক।

ভুক্তভোগী পরিবারের একজন অরুপ মন্ডল বলেন, নগদ আড়াই লক্ষ টাকাসহ সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। তিনি জানান, রাতের খাবার খেয়ে আমার শরীরটা খারাপ লাগছিলো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে জেগে ঘটনাটি দেখতে পাই। ঘুমে অচেতন থাকায় আমরা ঘরের দরজা, আলমারি ভাঙার শব্দ শুনতে পায়নি। তবে আমাদের কাউকে শারীরিক আঘাত করা হয়নি, সম্ভবত সন্ধ্যায় কে বা কারা গোপনে এসে আমাদের খাবারে চেতনানাশক কিছু মিশিয়ে গভীর রাতে লুটপাট করেছে।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, 'সকালে জানতে পারি অচেতন করে ওই পরিবারের টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুটপাট করা হয়েছে। তবে এখন ওই পরিবারের সবাই সুস্থ আছে।'

কয়রা থানার ওসি এবিএম দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মো: ইকবাল হোসেন/এমকে

 


মন্তব্য
জেলার খবর