দাম কমলো চিনি ও পাম অয়েলের

২২ সেপ্টেম্বর ২০২২

দেশের বাজারে পাম অয়েল ও চিনির দাম কমানো হয়েছে, প্রতি লিটার পাম অয়েলে ১২ টাকা আর প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনিতে ৬ টাকা। নতুন দর আগামী ২৫ সেপ্টেম্বর (রোববার) থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশে এ দাম কমানো হয়েছে।

নতুন দাম প্রতি লিটার পাম অয়েল  ১৩৩ টাকা আর প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর আগে পাম অয়েল ১৪৫ টাকা আর প্যাকেট চিনি ৯৫ টাকা নির্ধারিত ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি লিটার সুপার পাম অয়েল মিলগেটে ১২৮ টাকা, পরিবেশক মূল্য ১৩০ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা। একইভাবে পরিশোধিত খোলা চিনি মিলগেটে ৭৯ টাকা, পরিবেশক মূল্য ৮১ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিশোধিত প্যাকেটজাত চিনি  প্রতি কেজি মিলগেটে ৮২ টাকা, পরিবেশক মুল্য ৮৪ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর