নিত্যপণ্যের দাম কমানোর সুপারিশ

২২ সেপ্টেম্বর ২০২২

দেশের বাজারে চাল, ডাল, আটা ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম যথাসম্ভব কমানোর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। রাজধানী ঢাকায় সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

বৈঠকে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সমাপ্তকৃত প্রকল্পগুলোর ওপর আএমইডির মূল্যায়ন প্রতিবেদন বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। একই সময়ে বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয়ের ৬টির কমপ্লায়ান্স প্রতিবেদন পাওয়া না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে এ প্রতিবেদন কমিটির কাছে পাঠানোর কথা বলা হয়।

বৈঠকে কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা এবং আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর