ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এদের মধ্যে দু’জন মেয়ে ও একজন ছেলে। নবজাতকরাসহ তাদের মা রেশমা বেগম সুস্থ আছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চরফ্যাশন হাসপাতাল রোডের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাদের ভূমিষ্ঠ করানো হয়। রেশমা বেগম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মেস্তরীর স্ত্রী।
ক্লিনিকটির পরিচালক মিল্লাত বলেন, চিকিৎসক দেবশ্রী পালের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যেমে দুই মেয়ে ও এক ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। দিনভর নরমাল ডেলিভারীর করানোর চেষ্টার পর সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন। ওই প্রসূতির পরিবার আগে থেকেই পেটে যমজ শিশু থাকার বিষয়টি জানতেন। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা খুশি।
কামরুজ্জমান শাহীন/এমকে