মৃত্যু ১, শনাক্ত ৬২০

২৩ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছে, শনাক্ত হয়েছে ৬২০  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৫ জন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৬৭৮ জন, মারা যায় ১ করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩৮। ৪ হাজার ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪  জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৪৭ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর