১০ উইকেটে জয়ের পর ৬৩ রানের হার পাকিস্তানের

২৪ সেপ্টেম্বর ২০২২

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে জয়ের পর তৃতীয় ম্যাচে ৬৩ রানে ইংল্যান্ডের কাছে হারল পাকিস্তান। ইংলিশদের ২২১ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থামে ১৫৮ রানে।

 

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাবর। যদিও প্রথম বল করার সুবিধা কাজে লাগাতে পারেননি পাক বোলাররা। ইংল্যান্ডের ইনিংসটা শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে বেন ডাকেট এবং হ্যারি ব্রুকের ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি ভালো জায়গায় পৌঁছে দেয় সফরকারীদের। ডাকেট ৪২ বলে ৭০ রান করে অপরাজিত থাকন। তার ইনিংসে রয়েছে ৮টি চার ও ১টি ছক্কার মার। বেশি আগ্রাসী ছিলেন ব্রুক। তিনি ৮টি চার ৫টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন।

 

ওপেনার ফিল সল্ট (৮) দ্রুত আউট হওয়ার পর তিন নম্বরে নামা দাউইদ মালানও (১৪) বড় রান পেলেন না। তাতে অবশ্য তেমন চাপে পড়েনি ইংল্যান্ড শিবিরে। অন্য ওপেনার উইল জ্যাকস করেন ২২ বলে ৪০ রান। তিনি ৮টি চার মারেন। পাকিস্তানের সফলতম বোলার উসমান কাদির ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। মহম্মদ হাসনাইন ৩৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

 

জয়ের জন্য ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। দুই ওপেনার বাবর ও মোহা
ম্মদ রিজওয়ান দু’জনেই আউট হন ৮ রান করে। ব্যর্থ তিন নম্বরে নামা হায়দার আলিও (৩)। চার নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন শান মাসুদ। তিনি ৪০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। চাপের মধ্যেও নিজের ইনিংসটি সাজালেন ৩টি চার ও ৪টি ছয় দিয়ে। কিন্ত আর কেউই তাকে তেমন সাহায্য করতে পারলেন না। শেষ পর্যন্ত তার সঙ্গে ২২ গজে ছিলেন হাসনাইন (৪ বলে অপরাজিত ৬)।

 

ইফতিকার আহমেদ (৬), খুশদিল শাহ (২৯), মহম্মদ নওয়াজরাও (১৯) পাক ইনিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিতে পারলেন না।

 

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বল করেন মার্ক উড (২৫ রানে ৩ উইকেট), আদিল রশিদ (৩২ রানে ২ উইকেট), রিচি টপলেরা (২২ রানে ১ উইকেট)। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সাত ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। শুক্রবারের ম্যাচে ইংল্যান্ড বিশ্রাম দেয় অধিনায়ক জস বাটলারকে। নেতৃত্ব দেন সহ-অধিনায়ক মইন আলি।


মন্তব্য
জেলার খবর