বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের

২৪ সেপ্টেম্বর ২০২২

নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার থাইল্যান্ডকে ১১ রানে হারানোর পর বিশ্বকাপ নিশ্চিত হয় তাদের। এরআগে তিনবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিল বাংলাদেশ, যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ মূল পর্বে জায়গাও করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

 

এদিন প্রথমে ব্যাট করে ১১৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান আসে রুমানার ব্যাট থেকে। ২৮ বলে এ রান করেন তিনি।

জয়ের লক্ষে্য খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণি জাদুতে ৬ উইকেটে ১০২ রানে থামে থাইল্যান্ড। ফলে ১১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিগার সুলতানার দল।

 

নিয়ম অনুযায়ী বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপ খেলার যোগত্য অর্জন করবে। ওই হিসেবে বাংলাদেশ দলের এখন বিশ্বকাপ নিশ্চিত। ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।


মন্তব্য
জেলার খবর