মেসির জোড়া গোল, আর্জেন্টিনার জয়

২৪ সেপ্টেম্বর ২০২২

জাতীয় দলের হয়ে মাঠে নামলেই গোল পাচ্ছেন লিওনেল মেসি। হন্ডুরাসের বিপক্ষে শুক্রবার এক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। মেসির জোড়া গোলে ৩-০ তে জিতেছে আলবিসেলেস্তেরা। অপর গোলটি গোল করেছেন লাওতারো মার্টিনেজ।

 

যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শকদের ১৬তম মিনিটে আনন্দে ভাসান লাওতারো। পাপু গোমেজের অ্যাসিস্ট থেকে হন্ডুরাসের জালে বল পাঠান ইন্টার মিলান তারকা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৬৯তম মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে দ্বিতীয়বারের মতো জালে বল পাঠান তিনি। এ নিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে।


মন্তব্য
জেলার খবর