দুই বছরের সর্বনিম্ন শনাক্ত

২৭ মার্চ ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ শুরুর পর গত দুই বছরের মধ্যে এটা সর্বনিম্ন শনাক্ত সংখ্যা। ভালো আরেকটি খবর হলো, গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী মারা যায়নি। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৭৩ জন। রোববার (২৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এর আগে ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় শূন্য দশমিক ৫৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৯৯৪টি,পরীক্ষা হয়েছে সাত হাজার ৯৭১টি। এখন পর্যন্ত  করোনায় আক্রান্ত হয়েছেন মোট  ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জন। এর মধ্যে  মারা গেছেন ২৯ হাজার ১১৮ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৯৫৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ১৫।

এমকে

 


মন্তব্য
জেলার খবর