স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ স্বামীকে ছুরিকাঘাত

২৪ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় নিজের স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এনামুল হক নামের জেলা পুলিশ লাইনসের এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার রাত ৮ দিকে ভোলা পৌরসভার কাছে বক চত্বরে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক এক যুবককে আটক করেছে।  ভোলা সদর মডেল থানায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে একটি মামলা  হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা ও ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আটক যুবকের দেওয়া তথ্যমতে পরে আরো ৪ জনকে আটক করা হয়েছে। এনামুল হক ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির বলেন, এনামুল হক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিকালে ‘সাদা’ পোশাকে বেড়াতে বের হয়েছিলেন। সন্ধ্যার দিকে তিনি শহরের বক চত্বরে ছিলেন। এ সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। তিনি ওই ঘটনার প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটেরা।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর