এ দেশ আর দোজখের মধ্যে কোনও পার্থক্য নেই: জিএম কাদের
এ দেশটা কিছুটা হলেও দোজখের সমতুল্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বলেছেন- মানুষ খেতে পারে না, চলতে পারে না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। টিসিবির নিত্যপণ্য নিতে দুই আড়াই মাইল লাইন হচ্ছে, দুই তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ টিসিবির পণ্য পাচ্ছে না। যে সিস্টেম সরকার চালু করেছে, তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না। তাই মানুষ এ দেশে থাকা আর দোজখে থাকার মধ্যে কোনও পার্থক্য দেখছেন না।
শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্রগ্রাম নগরীর রীমা কমিউনিটি সেন্টারে এক স্মরণ সভায় এ সব কথা বলেন। জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখা এ সভার আয়োজন করে।
দেশের পরিস্থিতি সম্পর্কে জি এম কাদের আরও বলেন, এমন একটি সংস্কৃতি সৃষ্টি হচ্ছে- যেখানে সৎ, নিষ্ঠাবান ও যারা মেধাবী মানুষ বিভিন্নভাবে ঘৃণিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তারা সমাজে টিকে থাকতে পারছেন না। আর যারা বিভিন্নভাবে দুর্নীতি, অনিয়ম করে, মেধাশূন্য, কোনও দেশপ্রেমিক নয়- সে রকম মানুষের উত্থান ঘটছে। তারা সব জায়গায় সম্মানিত হচ্ছে। এ কারণে দেশে সুশাসনের অভাব হচ্ছে। তিনি জানান, দেশে দুষ্টের দমন শিষ্টের পালন করা হচ্ছে না। বরং দুষ্টের পালন শিষ্টের দমন করা হচ্ছে। আইন সবার জন্য সমান- এখন কার্যকর নয়, কিছু কিছু মানুষ এখন আইনের ঊর্ধ্বে। দলীয়করণের কারণে এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। দেশের সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নিপীড়ন, অত্যচার চালানো হচ্ছে,নাজেহাল করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা।
জাপা চেয়ারম্যান বলেন, দেশে জবাবদিহিতার অভাব আছে। প্রতিটি ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। ধনী আরও ধনী হচ্ছে। গরিব আরও গরিব হচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তিনি বলেন- যারা দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। দুই শ্রেণির মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে। এক শ্রেণির মানুষ হচ্ছে যারা সৎ, দেশপ্রেমিক ও মেধাবী। আরেক শ্রেণির মানুষ হচ্ছে বেকার। এদেশে বাঁচতে পারছে না তারা।
চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির কোচেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, প্রয়াত জিয়া উদ্দিন আহমে বাবলুর স্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ ও জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সফিক উল আলম চৌধুরী প্রমুখ।
এমকে