৩২ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা

২৪ সেপ্টেম্বর ২০২২

দুই বছর পর দেশে এবার উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে  শারদীয় দুর্গোৎসব। এবারে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে সনাতন ধর্মীলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব হচ্ছে। সব মণ্ডপেই নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

পরিষদের বর্ণনানুযায়ী, করোনার কারণে গত দুই বছর স্বাত্ত্বিক পূর্জা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল দুর্গাপূজা।  গত বছরের  চেয়ে এ বছর ৫০টি মণ্ডপ বেশি। রাজধানী ঢাকার  ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পরিষদের সভাপতি জে. এল ভৌমিক।

‘গত বছরের সহিংসতার কথা মাথায় রেখে এ বছর সরকার চাচ্ছে- কোনও অবস্থাতেই যেন কোনও অঘটন না ঘটে। আইনপ্রয়োগকারী সংস্থা গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি সক্রিয়। আমরা মনে করি, আমাদের ৩২ হাজার ১৬৮টি মন্দির সুরক্ষা দেওয়া খুব কঠিন। তাই আমরা এ বছর প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োগ করছি, যারা রাতেও পাহারা দেবে।’বলছিলেন- ভৌমিক।

যোগ করে কল্যাণ ভৌমিক আরও বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে নিরাপদ- এ কথা বলা যাবে না। নাশকতার ঘটনা ঘটতে পারে। তবে আমরা এবার খুব সচেতন। সর্বোচ্চ সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে।’

এমকে


মন্তব্য
জেলার খবর