আমন আবাদে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত

২৫ সেপ্টেম্বর ২০২২

দেশে এবার অনাবৃষ্টির পাশাপাশি চিরচায়িত রূপে বর্ষা না হলেও চলতি মৌসুমে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের কথা  বলছে কৃষি মন্ত্রণালয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৯ লাখ হেক্টর জমিতে।  উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ মেট্রিক টন চাল। গত বছর ৫৭ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছিল, উৎপাদিত হয়েছিল ১ কোটি ৫০ লাখ টন চাল।

ময়মনসিংহে সম্প্রতি এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছিলেন, আমন উৎপাদনে অনিশ্চয়তা কেটে গেছে। প্রাকৃতিক কোনও দুর্যোগ না হলে উৎপাদন গত বছরের চেয়ে বেশিও হতে পারে এবার।

এদিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে প্রায় ১৫ লাখ হেক্টর জমিতে বিভিন্ন সেচযন্ত্রের মাধ্যমে সেচ দিতে হয়েছে। সেচকাজে গভীর ও অগভীর নলকূপ, এলএলপিসহ অন্যান্য মিলে প্রায় ৬ লাখ ৭৪ হাজার সেচযন্ত্র ব্যবহৃত হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর