প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবদেন করতে পারবে নবীন স্নাতকধারীরা

২৫ সেপ্টেম্বর ২০২২

দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তিন পদে কর্মী নেবে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না। যারা সদ্য স্নাতক পাস করেছেন, তারা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন।

 

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

 পদসংখ্যা: নির্ধারিত নয়

 শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

 ২. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল)

 পদসংখ্যা: নির্ধারিত নয়

 শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে।

 

৩. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ ৪.০০–এর স্কেলে কমপক্ষে ২.০০ থাকতে হবে।

বয়স: সব পদের জন্য আগামী ১ অক্টোবর তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

 

 

বেতন ও সুযোগ–সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া সব পদে এক বছর শিক্ষানবিসকাল। এরপর পদোন্নতি পাবেন।

 

 

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের https://recruitment.premierbankltd.com/pblhr/apply.php মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২২।


মন্তব্য
জেলার খবর