টি-টেন লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে আগেই জায়গা পেয়েছেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব। এবার যুক্ত হলেন- তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলা টাইগার্সের এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
ওই পোস্টে তাসকিন, মৃত্যুঞ্জয়, তামিম, ফজলহক ফারুকী, পাথুম নিসাঙ্কা ও তাবরাইজ শামসির ছবি দিয়ে বাংলা টাইগার্স লিখেছে, ‘এমন শত খানেক ক্রিকেটার ড্রাফটে রয়েছেন। এটা তার একটা আভাস। কে কে এখান থেকে দলে জায়গা পাবেন?’
২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ৮টি দল এতে অংশ নেবে। টুর্নামেন্টের পর্দা উঠবে ২৩ নভেম্বর। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এটি। এ আসর সামনে রেখে সাকিব আল হাসানকে সরাসরি আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।
সম্প্রতি ভালো সময় কাটাচ্ছেন তাসকিন, আফিফ। বলতে গেলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নির্ভরযোগ্য একজনে পরিণত হয়েছেন আফিফ, বোলিংয়ে তাসকিন। সাদা বলের ক্রিকেটে এ বছর বাংলাদেশের হয়ে ৫৮১ রান করেছেন আফিফ, তাসকিন নিয়েছেন ১৪ উইকেট।