মন্তব্য
খেলা দেখতে এসে গ্যালারিতে বসে পাক অধিনায়ক বাবর আজমকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক তরুণী। করাচিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। সিরিজের ৩য় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এ প্রস্তাব দেন ওই তরুণী।
ম্যাচ চলাকালে টিভির ক্যামেরা চলে যায় এক তরুণীর দিকে। তার হাতে ছিল একটি পোস্টার, যেখানে লেখা ছিল: ‘বাবর, আমরা কী দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি?’
ম্যাচের আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন ওই নারী সমর্থক। তিনি জানান, তার মা অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন। এখন হাঁপিয়ে উঠেছেন। যদি বাবর ওই পোস্টার দেখতে পান, তা হলে তিনি খুব খুশি হবেন।