ফের কোটি টাকার সুপার কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পৃষ্ঠপোষক পাওয়া মাত্রই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। পেশাদার লিগ কমিটির দায়িত্ব নিয়ে প্রথম বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি।
এক যুগেরও বেশি সময় ধরে পেশাদার লিগ ঠিকঠাক মাঠে গড়ালেও এর পেশাদারিত্ব নিয়ে ছিলো প্রশ্ন। কমিটির নতুন সভাপতি এ বিষয়েও নিতে যাচ্ছেন নতুন পদক্ষেপ। বিশ্বকাপের বছরে সূচি মেনে চলা কঠিন হলেও সেই চ্যালেঞ্জ নিতে চান বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি বলেন, 'আপনাদের আমি অনেক আগেই ক্যালেন্ডার দিয়ে দেব। এবং সবকিছু এই ক্যালেন্ডার অনুসারেই হবে। সো, আপনাদের ফেডারেশনে এসে আর জিজ্ঞেস করতে হবে না যে, কবে কী হবে না হবে? এখানেই সব থাকবে। এক কোটি টাকার সুপার কাপ; ওইটা করার আমরা একটা সিদ্ধ্বান্ত নিয়েছি। মনে হয় হয়ে যাবে এটাও, কারণ এখানে বিরাট বড় বাজেট। আমি ঘোষণা করছি না কিন্তু এক জায়গা থেকে একটা কনফার্মেশন পেয়েছি।'