পরমব্রতর ছবিতে প্রসেনজিৎ

২৫ সেপ্টেম্বর ২০২২

‘মিস্টার ইন্ডাস্ট্রি’ শব্দটা শুনলে একজনের নামই সবার প্রথম মাথায় আসে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩০ বছরেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রতিপত্তি। সকলেরই ধারণা বুম্বাদা মানেই নতুন কিছু। এবার পরমব্রতর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ।

 

টলিপাড়ায় গুঞ্জন, পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘রোডশো ফিল্মস’। এ প্রযোজনা সংস্থার নতুন ছবি সই করেছেন প্রসেনজিৎ। পরিচালক রাজা চন্দ। তিনি বলেন, “সবটাই প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত কিছু হয়নি।”

 

 ‘কাছের মানুষ’-এর পর ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র প্রচার পর্বও অল্প অল্প করে শুরু করেছেন। বেশ অনেক বছর হলো অন্য ধারার ছবিতে দেখে অভ্যস্ত তার অনুরাগীরা। পরমব্রত প্রযোজিত রাজা চন্দর পরিচালিত এ ছবিতে তাঁকে কোন অবতারে দেখা যাবে, সেটাই এখন দেখার বিষয়।

 

সূত্র: আনন্দবাজার

 


মন্তব্য
জেলার খবর