সোমবার (২৮ মার্চ) সারা দেশে নিজেদের ডাকা আধাবেলার হরতালে কোনো ধরণের উসকানি, বাধা ও সহিংসতা পরিহারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলসহ সরকারের প্রতি আহবান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ ধরনের যে কোনও অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে জোটর পক্ষ থেকে। হরতালের আগের দিন রোববার রাজধানী ঢাকা পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ আহবান জানানো হয়।
এর আগে ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধে গত ১১ মার্চ এ হরতালের ডাক দেয় এ জোট। এদিকে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তাদের ডাকে দিয়ে অনেক বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন এবং ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবীসহ নানা স্তরের সংগঠন ও নেতারা এ হরতালের প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে। হরতাল সফল করতে কিছু কর্মসূচিও নিয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই- গণদাবির এ হরতাল গণমানুষের সমর্থনে শান্তিপূর্ণভাবে পালন করা হবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল, সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখা হবে। কেবল হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এ হরতালের আওতামুক্ত থাকবে।
এমকে