দেশে চাহিদা বৃদ্ধির তুলনায় চালের উৎপাদন বৃদ্ধির গতি কিছুটা পিছিয়ে আছে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। চাহিদা বৃদ্ধির গতির সঙ্গে তাল রেখে উৎপাদন বৃদ্ধি করতে বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ও তিনি।রোববার (২৫ সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী। রাজধানী ঢাকায় সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
চাহিদা বৃদ্ধি প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, প্রতিবছর জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চালের চাহিদা বাড়ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেটাকে ধরে রাখতে হবে। প্রতিবছর চাল যেন আমদানি করতে না হয়, সে জন্য চাহিদার গতির সঙ্গে তাল রেখে উৎপাদন বাড়াতে হবে চালের।
প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, সফলভাবে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প এলাকায় প্রকল্প বাস্তবায়নের ফলে মানুষের মধ্যে কী প্রভাব পড়েছে ও সার্বিক উৎপাদন কতটা বেড়েছে তাও খতিয়ে দেখতে হবে।
এমকে