ভোলায় ১০ দোকানে আগুন, ৫ কোটি টাকার ক্ষতি

২৭ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন সদর রোডের শরীফ পাড়ার  বাজারে ১০ দোকান আগুন পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করছেন। রোববার (২৭ মার্চ) রাত সোয়া ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো-  রিপন মেশিনারীজ স্টোর, মোল্লা এন্টারপ্রাইজ, মনির পার্স স্টোর, আরিফ ইলেট্রনিক্স, মোল্লা ষ্টীল, ভাই ভাই গ্লাস হাউজ,মেসার্স ফ্রেস মেটাল, সুজন ইলেট্রনিক্স ও বলাকা লড্রিসহ আরো একটি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজাউল ইসলাম ও সোহেল জানান,  আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় ব্যসায়ীরা আগুন নেভেনোর চেষ্টা করেন। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সাভির্সেস দুটি ইউনিট ও চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১০ দোকান পুড়ে যায়।   

চরফ্যাশন ফারায় সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন,  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। তদন্ত না করে সঠিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

এদিকে চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার আল নোমান, চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ ও চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

 

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর