মন্তব্য
পূর্ণাঙ্গ ভ্যাকসিন সনদ দেখিয়ে ও দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়। বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সোমবার রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। করোনার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ ছিল।
এমকে