মন্তব্য
কুমিল্লার চান্দিনা থানার হাড়িখোলা থেকে শরীফ হোসেন নামে তান্ত্রিক এক কবিরাজের সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র একটি দল। মুন্সিগঞ্জ সদর থানায় প্রতারণা সংক্রান্ত একটি মামলায় সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে তান্ত্রিক কবিরাজের পরিচয় প্রকাশ করেনি সিআইডি।
পুলিশ জানায়, শরীফ হোসেন তান্ত্রিক সাধকের সহযোগি হিসেবে কথা বলে স্কুলছাত্রী ও মহিলাদের কাছে থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণলঙ্কার ও মোটা টাকা হাতিয়ে নিতো। সে অনলাইনে দেশের বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার করতো। কেউ তার প্রতারণার ফাঁদে পা দিতে না চাইলে জীনের ভয় দেখানো হতো। এমন প্রতারণার পুরো চক্রকে গ্রেফতারে সিআইডি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সূত্র জানায়।
এমকে