ছ’দশক পরে পৃথিবীর সবচেয়ে কাছে বৃহস্পতি

২৭ সেপ্টেম্বর ২০২২

সাধারণভাবে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকে ৯৬ কোটি কিলোমিটার। কিন্তু সোমবার রাতে পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব কমে হয়েছে ৫৮ কোটি কিলোমিটার। দেশের আকাশে খালি চোখেই উজ্জ্বলভাবে দেখা গেছে সৌরজগতের বৃহত্তম গ্রহকে।

 

শুধু ২৬ সেপ্টেম্বর নয়, তার আগে ও পরে বেশ কিছুদিন রাতের আকাশে স্পষ্টভাবে বৃহস্পতি গ্রহকে দেখা যাবে বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীদের অনেকে। তবে সোমবার রাতেই উপস্থিতি হবে সবচেয়ে উজ্জ্বল। প্রতি ৩৯৯ দিন ছাড়া গ্রহটির সৌরসংযোগ ও প্রতিযোগ হয়। এটি প্রতিযোগের সময়।

 

প্রতিযোগের সময় গ্রহটি আকাশে সূর্যের উল্টো দিকে থাকে এবং তার ফলে সন্ধ্যায় পূর্ব দিকে উদিত হয়। তখন বৃহস্পতিকে ভালো করে, সারারাত ধরে দেখা যায়। এখন বৃহস্পতির প্রতিযোগের অবস্থানে রয়েছে। সোমবার গভীর রাতে গ্রহটি প্রতিযোগে আসে। সেই সাথে নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণকারী দুই গ্রহ ৫৯ বছরর পরে এতটা কাছাকাছি এসেছে। ফলে খুব ভালোভাবে দেখা যাবে ‘গ্রহরাজকে’।


মন্তব্য
জেলার খবর