চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরের গৃহবধূ সুমি খাতুন এক সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন। পাবনা জেনারেল (সদর) হাসপাতালে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে স্বাভাবিক পদ্ধতিতে (নরমাল ডেরিভারি) এ তিন নবজাতক একের পর এক ভূমিষ্ঠ হয়। বর্তমানে প্রসূতি আর নবজাতকরা সুস্থ আছে। সুমি খাতুনের স্বামী আলতাব হোসেনের দেওয়া তথ্যে এসব জানা গেছে। এদিকে এক সঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আলতাব হোসেন উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের।
ভোর রাতে স্ত্রীর প্রসব ব্যাথা শুরু হয়। ফজর নামাজ শেষে সোজা পাবনা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়া দেই আমরা। এরপর সেখানে স্ত্রীকে ভর্তি করা হয়, বলছিলেন আলতাব হোসেন। তার শ্বশুরবাড়ি চরপাড়া গ্রামে।
আলতাব হোসেনের কথায়- তিনটা সন্তান জন্ম নেবে, এটা তারা জানতেন না। জানতেন যমজ সন্তান হবে। এক সঙ্গে তিন কন্যা, তাও নরমাল ডেলিভারি হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন এ শিক্ষক। তিনি বলেন, এর আগে আমার একটা ছেলে জন্ম নেয়, তার বয়স ৬ বছর।
এমকে