ভোলা জেলা পরিষদ নির্বাচনে ভোট ছাড়াই নির্বাচিত প্রার্থীরা

২৭ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভোট ছাড়াই চেয়ারম্যানসহ বাকি দুই পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী তাদের নির্বাচিত ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু,  সংরক্ষিত নারী সদস্য খাদিজা আকতার স্বপ্না (ওয়ার্ড-১, ভোলা সদর), সাবিনা ইয়াসমিন, (ওয়ার্ড-২, লালমোহন), কামরুন নাহার (ওয়ার্ডে -৩, মনপুরা), সাধারণ সদস্য মো. নজরুল ইসলাম গোলদার (ওয়ার্ড-১, ভোলা সদর), মো. খায়রুল হাসান খোকন (ওয়ার্ড-২, দৌলতখান), মো. নুরুল আমিন নিরব মিয়া (ওয়ার্ড-৩, বোরহানউদ্দিন), মো. হাসান (ওয়ার্ড-৩, তজুমদ্দিন),  মো. আনোয়ারুল ইসলাম রিপন (ওয়ার্ড-৫, লালমোহন), মো. নুরুল ইসলাম ওয়ার্ড-৬, চরফ্যাশন) ও  এ,কে,এম শাহজাহান (ওয়ার্ড-৭, মনপুরা)।

এদিকে নবনির্বাচিতদের জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। জেলা পরিষদ নির্বাচনের ভোটার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিঠু চৌধুরী বলেন, যেহেতু নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল না। তাই বিজয়ীদের অভিনন্দন জানানো ছাড়া আর কি করার আছে। ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান বলেন, বিএনপির দলীয় সিদ্ধান্ত এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। তাই আমরা জেলা পরিষদ নিবাচনে অংশ নেইনি।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক বলেন, ভোলা জেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন ১৭ অক্টোবর।  কিন্তু নির্বাচনে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ১১ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

কামরুজ্জমান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর