গ্রেফতার শরীফের বাড়ি থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

২৭ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লার চান্দিনা থানার হাড়িখোলা থেকে গ্রেফতারকৃত তান্ত্রিক কবিরাজের সহযোগি শরীফ হোসেনের বাড়ি থেকে বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। স্বর্ণালঙ্কারগুলোর ওজন আনুমানিক ৯ ভরি। জীনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এসব স্বর্ণালঙ্কার ভুক্তভোগীদের কাছে থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ হোসেনের দেওয়া তথ্যে মঙ্গলবার এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর আগে মুন্সিগঞ্জ সদর থানায় প্রতারণা সংক্রান্ত একটি মামলায় শরীফ হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র একটি দল। তদন্তের স্বার্থে তান্ত্রিক কবিরাজের পরিচয় প্রকাশ করেনি সিআইডি।

সূত্র জানায়- পরীক্ষায় পাস, স্বামীকে বশ করা, চাকরিততে ও ব্যবসায় উন্নতিসহ বিভিন্ন ধরণের সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীদের প্রতারণার ফাঁদে ফেলে এ তান্ত্রিক চক্র। এরপর জীনের মাধ্যমে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে  তাদের কাছে থেকে স্বর্ণালঙ্কার ও মোটা টাকা হাতিয়ে নেয়। অনলাইনে দেশের বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার করা তান্ত্রিক কবিরাজের পুরো চক্রকে গ্রেফতারে সিআইডি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর