শেষ হচ্ছে টিকা নেওয়ার সুযোগ

২৮ সেপ্টেম্বর ২০২২

দেশ থেকে এখনো করোনাভাইরাস উধাও হয়নি। বরং ইদানিং সংক্রমণ আবার বাড়ছে। যারা এখনো করোনা প্রতিরোধী টিকা নেননি, উদ্ভূত পরিস্থিতিতে তাদের দ্রুত টিকা নেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। এদিকে টিকার বাইরে থাকা মানুষের জন্য বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে এ টিকাদান শুরু হচ্ছে। সপ্তাহব্যাপী এ টিকাদান চলবে ৩ অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বিভাগ বলছে, এটাই তাদের শেষবারের ক্যাম্পেইন। কারণ, দেশে মজুত টিকার কার্যকারিতা অক্টোবরে শেষ হচ্ছে। তাই টিকা না নেওয়াদের শেষবারের মতো সুযোগ দিতেই এ ক্যাম্পেইন।

সরকারের তথ্য বলছে, দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে ঠিকই। কিন্তু, এখনো কয়েক কোটি মানুষ এ টিকার বাইরে আছে। বার বার তাগাদা, বিশেষ ক্যাম্পেইন করার পরও টিকা গ্রহণে খুব একটা সাড়া দিচ্ছেন না তারা। সরকারের টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক গণমাধ্যমকে বলেছেন, শেষবারের সুযোগেও টিকা না নিলে সেই দায় রাষ্ট্রের নয়, ব্যক্তির।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার পর্যন্ত দেশে ২৯ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ৭৯ দশমিক ৪৯ শতাংশ, দ্বিতীয় ডোজ ৭৩ দশমিক ৭২ শতাংশ এবং বুস্টার ডোজ ২৭ শতাংশ মানুষ নিয়েছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর