মৃত্যু ৭, শনাক্ত প্রায় সাড়ে তিন হাজার

১৫ জানুয়ারী ২০২২

দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭ জনের দেহে করোনা ধরা পড়েছে। এ সময়ে মারা গেছেন ৭ করোনা রোগী। পরীক্ষায় ১৪ দশমিক ৩৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৪ জন। শনিবার ( ১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৩৬ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।  এক কোটি ১৮ লাখ ৩২ হাজার ১২০টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৬৩।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২৩ হাজার ২১১টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৮টি। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ, বাকি ৩ জন নারী। বিভাগের মধ্যে ঢাকার ৪ জন, বরিশালের ১ জন এবং সিলেটের ২ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন, সবাই চিকিৎসাধীন ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর