বিজয় হত্যার রহস্য উদঘাটন

২৮ সেপ্টেম্বর ২০২২

নরসিংদী সংবাদদাতা:

ঘটনার ৪ দিনের মাথায় নরসিংদীর রায়পুরায় অটোরিকশা চালক বিজয় মিয়া হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থেকে ছিনকৃত অটোরিকশাসহ বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, বিজয় মিয়ার অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- রায়পুরার উপজেলার বলবপুর গ্রামের ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১),বীরগাঁও পূর্ব পাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউসার (২৮) ও সোলায়মানের ছেল আলাল মিয়া (৩৫) এবং বীরগাঁও কান্দাপাড়ার বাসিন্দা  আব্দুর রহিমের স্ত্রী ৪) রুবিয়া বেগম (৪৫)।

গত ২৫ সেপ্টেম্বর রায়পুরা থানার আমিরগঞ্জ রেলস্টেশন পার্শ্ববর্তী মাহমুদ নগর এলাকা থেকে বিজয় মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে  নরসিংদী ডিবির উপর।  এরপর বিভিন্ন  এলাকায়  অভিযান চালিয়ে ওই চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর