মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে ১জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৬। নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ৫৩৪টি, পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩৯৭টি। করোনায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৯ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।
এমকে